এ ছাড়া আরও ২০ পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
Published : 10 Mar 2023, 06:29 PM
বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ২০ পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। এ ছাড়া আরও ২০ পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
শুক্রবার বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে পুনর্নিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয় বলে বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান।
অরুণ কুমার গাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণার পর পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহন করা হয়। এতে ৪ হাজার ৫০৮ শিক্ষার্থীর ১৪ হাজার ৬১০টি বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। এর মধ্যে ৮৭ জনের ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়া ফলাফলের মধ্যে ফেল থেকে পাস করেছেন ২০ জন। একইভাবে জিপিএ ৫ বেড়েছে ২০টি।
ফেল থেকে পাস করা ২০ জনের একজন সবোর্চ্চ বি গ্রেড পেয়েছে। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে একজন বি গ্রেড থেকে জিপিও ৫ পেয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩৩১ কলেজে ৬১ হাজার ৮৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ৮০৭ জন। এর মধ্যে ছেলে ২৫ হাজার ৫৮৮ ও মেয়ে ২৮ হাজার ২১৯ জন।
এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৫ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ শিক্ষার্থী।