গাজীপুরে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গরু চোরদের ছুরিকাঘাতে দুজন আহত হয়; তারা হাসপাতালে চিকিৎসাধীন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2023, 01:21 PM
Updated : 9 Jan 2023, 01:21 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান বলে কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী খান জানান।  

নিহত বকুল মিয়া (৩৫) নাটোরের সিঙ্গার উপজেলার কদমা গ্রামের বাসিন্দা।

এ সময় আহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকার রফিজ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার ডাকবাংলো এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে লিটন মিয়া (২৮)।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, রোববার গভীর রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মিজু মিয়ার বাড়ি থেকে কয়েকটি চোর গরু চুরি হয়। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। চোরদের ছুরিকাঘাতে সোহেল ও লিটন আহত হয়। 

এ সময় চোর সন্দেহে বকুল মিয়াকে আটক করে এলাকাবাসী। অন্যরা পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা বকুল মিয়াকে বেদম মারধর করে।

খবর পেয়ে রাতেই পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

ওসি আকবর আলী জানান, আহত দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।