সুনামগঞ্জে বাড়ি ঘেরাও করে অভিযান

পুলিশ জানায়, বাড়িটিতে বোমা তৈরির কিছু ‘হাল্কা সরঞ্জাম’ পাওয়া গেছে; বড় কোনো বিস্ফোরক নেই।

সুনামগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2023, 09:45 AM
Updated : 8 Jan 2023, 09:45 AM

সুনামগঞ্জের জগন্নাথপুরে আসামি ধরতে গিয়ে ‘বোমা তৈরির সরঞ্জাম পাওয়ায়’ একটি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ।

উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচি আটঘর গ্রামের সাদিকুর রহমান আফজালের বাড়ি ঘিরে রোববার সকাল ৬টা থেকে অভিযান শুরু হয় বলে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর জানান।

বেলা পৌনে ৩টা পর্যন্ত অভিযান চলছে বলে জানা গেছে।

শুভাশীষ ধর বলেন, “পরিত্যক্ত ওই বাড়িতে বেশ কিছু দিন ধরে রাতে কিছু অচেনা মানুষের আনাগোনা বেড়েছে বলে স্থানীয়রা আমাদের জানায়। যারা আসতো, তাদের চলাফেরা রহস্যজনক।

“রোববার সকাল থেকে আমরা বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে পরীক্ষা করে দেখছি।”

পুলিশের এ কর্মকর্তা জানান, বাড়িটির মালিক সাদিকুর রহমান আফজাল ফেচি আটঘর গ্রামের আখলাকুর রহমানের ছেলে। তিনি এর আগেও একাধিকবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। তার চলাফেরাও রহস্যজনক।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রিপন কুমার মোদকের ভাষ্য, বৃহস্পতিবার সকালে পুলিশ আফজালের বাড়িতে পরোয়ানাভুক্ত এক আসামির খোঁজে গেলে এক যুবক পালিয়ে যায়। পরে পুলিশ বাড়ির ভেতরে ঢুকে বোমা তৈরির কিছু সরঞ্জাম পায়।

“সেখানে আরও কিছু থাকতে পারে আশঙ্কায় বাড়িটি ঘিরে রেখে তল্লাশি করা হয়।”

পরে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট এসেও বাড়িটিতে তল্লাশি করে বলে জানান তিনি।

রিপন আরও বলেন, বাড়িটিতে বোমা তৈরির কিছু ‘হাল্কা সরঞ্জাম’ পাওয়া গেলেও বড়ো কোনো বিস্ফোরক নেই। এ বিষয়ে পরে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানানো হবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এখনও অভিযান চলছে। বাড়ির মালিক আফজাল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।