গত ২৭ অগাস্ট রনি ফেইসবুকে মির্জা ফখরুলকে নিয়ে পোস্ট করে দাবি করেন হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকার চেক নিয়ে সিঙ্গাপুরে গেছেন বিএনপি নেতা।
Published : 31 Aug 2023, 03:36 PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা অনুদানের ভুয়া চেকের ছবি প্রচারের অভিযোগে ঠাকুরগাঁওয়ের আদালতে এক যুবকের বিরুদ্ধে ৫শ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্তি মুখ্য বিচারিক হাকিম রমেশ কুমার ডাগার আদালতে মামলাটি করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন।
আসামি মেহেদী হাসান রনি রংপুর পীরগাছা উপজেলার বাজিদপুর গ্রামের আবু বক্করের ছেলে। এ ছাড়া তার বিষয়ে তাৎক্ষণিক তথ্য মেলেনি। তার রাজনৈতিক বিশ্বাস সম্পর্কেও ধারণা দিতে পারেননি জয়নাল। তিনি জানান, ফেইসবুক ওয়ালে তার পোস্টটি নজরে আসার পর এটি দেখে তার খারাপ লাগার কারণে তিনি মামলা করেছেন।
মামলার বিবরণে বলা হয়, গত ২৭ অগাস্ট রনি তার ফেইসবুক ওয়ালে মির্জা ফখরুলের নামে ‘মিথ্যা, বানোয়াট’ একটি পোস্ট করেন। সেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকার চেক নিয়ে সিঙ্গাপুরে গেছেন বিএনপি নেতা।
এই চেকটি প্রথমে কে বা কারা সামাজিক মাধ্যমে ছেড়েছিল, তা জানা যায়নি। তবে সেটি ভাইরাল হয়ে যায় আর হাজার হাজার মানুষ সেটি শেয়ারও করেন।
এর প্রতিক্রিয়ায় সিঙ্গাপুরে অবস্থান করার মধ্যে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে। আমাকে কেনা সম্ভব নয়।”
মামলায় বলা হয়েছে, “এই ভুয়া চেকের ছবির কারণে দলের মহাসচিব এবং তার স্ত্রী দেশ, জাতি ও জনগণের কাছে হেয় প্রতিপন্ন হয়েছেন।”
বাদী জয়নাল আবেদীন বলেন, “মির্জা ফখরুলের নামে ফেসবুকে মিথ্যা পোস্ট করে রাজনৈতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন মেহেদী হাসান রনি। ন্যায়বিচারের স্বার্থে রনির বিরুদ্ধে আদালতে দণ্ডবিধি ৫০০/৫০০১ ধারায় ৫শ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আমরা আশা করি আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব।”