পুলিশ বলছে, নিখোঁজের বিষয়টি স্বজনরা জানলেও থানায় জানায়নি।
Published : 07 Feb 2025, 05:26 PM
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দশদিন আগে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার শেরনগর গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধারের খবর জানান বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন।
নিহত আয়নাল হোসেন (৪০) উপজেলার কামারপাড়ার আবেদ আলীর ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা বলছেন, এক ব্যক্তি নৌকা নিয়ে পুকুরে মধ্যে কচুরি কাটতে গিয়ে লাশ দেখতে পান। এরপর থানায় খবর দেওয়া হয়।
নিহতের ভাই ময়নাল হোসেন বলছেন, “ভাই মানসিকভাবে একটু অসুস্থ ছিল। তার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। সম্প্রতি তারা তাকে মারধরও করেছে।
“সে ১০ দিন আগে সে নিখোঁজ হয়েছিল। অনেক খোঁজাখুজি করেও তখন তাকে পাওয়া যায়নি।”
ওসি জাকেরিয়া বলেন, “নিহতের শরীর পঁচে-গলে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুও কারণ জানা যাবে। আয়নাল হোসেন নিখোঁজ থাকলেও স্বজনরা আগে বিষয়টি থানায় অবগত করেনি।”