রাজবাড়ীতে বিএনপির পদযাত্রায় বাধার অভিযোগ

পদযাত্রার আগে জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2023, 02:08 PM
Updated : 25 Feb 2023, 02:08 PM

১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে পদযাত্রায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়া পদযাত্রাটি আজাদ ময়দান মাঠে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

পদযাত্রার আগে জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।

বিএনপি নেতা লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এটা শান্তিপূর্ণ পদযাত্রা ছিলো। আমরা জেলা বিএনপির কার্যালয় থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রা বের করি। কার্যালয়ের পাশেই আজাদী ময়দানে এলে পুলিশ আমাদের বাধা দেয়।

“এ সময় বাধা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে পুলিশের কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগেরও শান্তি সমাবেশ রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এজন‍্য পুলিশ বাধা দিয়েছে।“

এ বিষয়ে জানতে সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তারা রিসিভ করেননি।

এদিকে সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া, সদস্যসচিব কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বক্তব্য দেন।

নাসির উদ্দিন অসীম বলেন, “দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, শৃঙ্খলা নেই। মানুষের কথা বলার অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে।”

সাধারণ মানুষ এই সরকার চায় না দাবি করে তিনি বলেন, “মানুষ আজ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।”