গুরুদাসপুরের তিনজনকে এ ধরনের চিঠি দেওয়া হয়েছে।
Published : 09 Oct 2024, 11:07 PM
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ‘পাঁচ লাখ টাকা না দিলে ছেলেকে হত্যা করা হবে’ এমন হুমকির উড়োচিঠি পেয়েছেন তিন ব্যক্তি। দুজন এরই মধ্যে বিষয়টি থানাকে অবহিত করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলার রোজী মোজাম্মেল মহিলা কলেজ সংলগ্ন এলাকার তিন বাসিন্দা বাড়ির ফটকের সামনে খামে ভর্তি এ চিঠি পান। বুধবার বিষয়টি জানাজানি হলে এলাকায় এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বিকালে সাংবাদিকদের বলেন, এরই মধ্যে দুই ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
‘সর্বহারা’র নামে দেওয়া দুই পাতার এই চিঠি পেয়েছেন নাজিরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক উত্তম কুমার কুণ্ডু, মকিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরকার এবং ব্যবসায়ী সোহেল আনোয়ার।
এর মধ্যে উত্তম কুমার ও সোহেল আনোয়ার থানায় জিডি করেছেন।
এ ব্যাপারে সহকারী অধ্যাপক উত্তম কুমার কুণ্ডু বলেন, “সকালে ঘুম থেকে উঠে বাড়ির গেইট দিয়ে বের হওয়ার সময় একটি খাম দেখতে পাই। সেই খাম খুলে দেখি সর্বহারা শিরোনামে একটি চিঠি আমার ও আমার পরিবারকে কেন্দ্র করে। পাঁচ লাখ টাকা দাবি করেছে তারা। পাঁচ দিনের মধ্যে না দিলে ছেলেকে গলা কেটে মেরে ফেলবে এমন কথা লিখেছে।”
ব্যবসায়ী সোহেল আনোয়ার জানান, তিনি চিঠি পাওয়ার পরপরই পুলিশকে অবগত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তিনি এর সুষ্ঠু সমাধান চেয়েছেন।
চিঠি পাওয়ার পর পরিবার ও নিজে বেশ আতঙ্কিত বলে জানিয়েছেন প্রধান শিক্ষক বাবুল সরকার। তিনি সাংবাদিকদের বলেন, “চিঠি পাওয়ার বিষয়টি এখনও পুলিশকে অবগত করিনি। চিন্তা করছি, পুলিশকে জানাব।”
তিনজনের কাছে মোট ১৫ লাখ টাকা চাওয়া হলেও কোথায় সে টাকা দিতে হবে সে ব্যাপারে কিছু লেখা হয়নি চিঠিতে। বলা হয়েছে, পরে জানিয়ে দেওয়া হবে।
গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, “এই এলাকার দুই মাদকসেবী এই কাজ করেছে। তারা আগেও এমন কাজ করেছে বলে অভিযোগ আছে। আমরা অভিযান চালাচ্ছি তাদের গ্রেপ্তারের জন্য। দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।”
তবে ওই দুই ব্যক্তির নাম-পরিচয় জানতে জানাতে চাননি ওই পুলিশ কর্মকর্তা।