উপজেলার দক্ষিণ মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের কথা ছিল হুমায়ুন কবিরের ।
Published : 05 Jun 2024, 02:17 PM
খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় একজন প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিক উজ জামান এ তথ্য জানিয়েছেন।
অব্যাহতি পাওয়া প্রিজাইডিং কর্মকর্তা হুমায়ুন কবির উপজেলার বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ইউএনও তারিক বলেন উপজেলার দক্ষিণ মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের কথা ছিল, হুমায়ুন কবিরের ।
তিনি বলেন, “হুমায়ুন কবিরের বিষয়ে এক প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারের অংশ নেওয়ার মৌখিক অভিযোগ পেয়েছিলাম। পরে ওই অভিযোগের সত্যতা পাওয়া যায়।
“এর মধ্যে তার কাছ থেকে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগপত্র ফেরত নিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
তার স্থলে নতুন নিয়োজিত কর্মকর্তা দায়িত্ব পালন করবেন বলে জানান ইউএনও।
গত ২৯ মে তৃতীয় ধাপে কয়রা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে নির্বাচন স্থগিত করা হয়। পরে ৯ জুন ঘোষণা করা হয় ভোট গ্রহণের তারিখ।
কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম (আনারস), সাবেক চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসীন রেজা (মোটরসাইকেল) ও আওয়ামী লীগ কর্মী অনাদী সানা (ঘোড়া)।
নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত খুলনার সর্বদক্ষিণের সুন্দরবন ঘেরা সমুদ্র উপকূলবর্তী এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৩৬ জন।