অটোরিকশা চালিয়ে মহিন সংসারের ব্যয়ভার ও ভাই-বোনদের লেখাপড়ার খরচ চালাত।
Published : 30 Nov 2024, 04:20 PM
চাঁদপুরের মতলব দক্ষিণের অটোরিকশা চালককে এক কিশোরকে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশার ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রাম থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহমেদ।
নিহত মহিন মিয়াজী (১৭) উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজীর ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে মহিন বড়। অটোরিকশা চালিয়ে মহিন সংসারের ব্যয়ভার ও ভাই-বোনদের লেখাপড়ার খরচ চালাত।
তার বাবা নাছির উদ্দীন বলেন, “রাতে মোবাইলে কল দিয়ে তাকে না পাওয়ায় উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজ করি। পরে সকালে ধনারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামের খালেরপাড়ে একটি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পড়ে আছে।”
ওসি সালেহ আহমেদ জানান, ওই কিশোরের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। তবে রিকশার ব্যাটারি পাওয়া যায়নি।
“সুরতহালের সময় কিশোরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।