শনিবার সকালে উভয় পক্ষের লোকজন ঢাল-সরকি, রামদা, লাঠিসোট ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়।
Published : 01 Mar 2025, 04:50 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
শনিবার সকালে উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি মাসুদ খান বলেন, “মারামারির ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।”
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সাথে একই এলাকার গোলজার মোল্লার সমর্থকদের বিরোধ চলছিল।
শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে গোলজার মোল্লার সমর্থক হাসানের কথা কাটাকাটি হয়। এসময় মুসা মেম্বারের লোকজন তাকে মারধর কর। এতে বেশ কয়েকজন আহত হয়।
এ ঘটনায় জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন ঢাল-সরকি, রামদা, লাঠিসোট ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সংঘর্ষে আহতদের ৩৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দু’জন নারীও রয়েছেন। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
ওসি মাসুদ খান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা আছে।”