২৮ মার্চ তিনি আবার সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন।
Published : 30 Mar 2025, 09:18 PM
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয় বলে জানান আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম।
আটক ব্যক্তির নাম আব্দুর রহমান (৩৮)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রহমান ২৪ মার্চ ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেন। কিন্তু শিশুটির পরিবার সেটি গোপন রাখে। ২৮ মার্চ আবার সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। তখন বিষয়টি জানাজানি হয়। কিন্তু তার আগেই রহমান পালিয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ায় চলে যান।
রোববার তিনি বাড়ি আসেন। লোকজন সেটি টের পেয়ে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাকে ধরে মারধর করে।
ওসি অলিউল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুই শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে।