নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে আপন দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
নিহতরা হলো- ধুলিয়া গ্রামের সৌদিআরব প্রবাসী রুবেল মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩) এবং রুবেলের ছোট ভাই মো. পিয়াস মিয়ার ছেলে আহাদ (৩)।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুল্লাহ ও আহাদ দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। একপর্যায়ে শিশু দুটি সবার অজান্তে পাশে থাকা ডোবার পানিতে পড়ে যায়।
তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবায় তারা ভেসে উঠলে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন।
ওসি রফিকুল বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।