Published : 17 Dec 2023, 08:42 PM
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের চার নেতাকে হত্যার ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে দলটি। সোমবার জেলাজুড়ে তাদের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কর্মসূচি রয়েছে।
ইউপিডিএফের মুখপাত্র ও খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে সোমবার শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে হরতালের সমর্থনে রোববার ভোরে টায়ার জ্বালিয়ে পুজগাংয়ে সড়ক অবরোধ করে ইউপিডিফের কর্মীরা। পানছড়ির সঙ্গে খাগড়াছড়ি জেলা সদরের সড়ক যোগাযোগও বন্ধ ছিলো। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে-দিনব্যাপী হরতাল সফল করায় এলাকার বাস, সিএনজি চালিত অটোরিকশা ও টমটমসহ সব যানবাহনের মালিক, চালক-শ্রমিকসহ এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউপিডিএফ।
অ্যাম্বুলেন্স, জরুরি বিদ্যুৎ ও ওষধ সরবরাহের কাজে ব্যবহৃত গাড়ি, সংবাদপত্র ও সাংবাদিকদের গাড়ি সোমবারের অবরোধের আওতামুক্ত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
১১ ডিসেম্বর গভীর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের দুর্গম অনিল পাড়ায় গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা নিহত হন।
এ ঘটনায় নিহত বিপুল চাকমার চাচা নিরুপম চাকমা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করে বুধবার পানছড়ি থানায় মামলা করেন। এ ঘটনায় সংগঠনটির নিখোঁজ থাকা তিন নেতাকর্মীকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
হত্যার ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফ-কে দায়ী করে ইউপিডিএফ। তবে অভিযোগ করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ।
আরও পড়ুন:
খাগড়াছড়িতে ইউপিডিএফের ৪ জনকে গুলি করে হত্যা