বিদেশি উতম ডি জোকো ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক।
Published : 06 Aug 2024, 07:19 PM
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবীর ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগের ঘটনায় এক বিদেশিসহ ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিদেশি উতম ডি জোকো ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সোহেল রানা।
তিনি জানান, ইন্দোনেশিয়ার ওই নাগরিক পোশাক শিল্পের বায়ার ছিলেন। তার মরদেহ হাসপাতাল থেকে বুঝে নিয়েছেন মাগুরার শ্রীপুরের সাখাওয়াত হোসেন নামের একজন গার্মেন্টস মালিক।
এদিকে মঙ্গলবার ভোর ৫টায় ১৬ তলা ওই ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
তিনি জানান, হোটেলের ভেতর সাজসজ্জায় প্লাস্টিক ও দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত নিচ থেকে উপরে ছড়িয়ে পড়ে। এ সময় প্রচণ্ড তাপে ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশি মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুনে পোড়া মরদেহ স্বজনরা আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই নিয়ে গেছেন। একটি মরদেহ চেনার উপায় নেই। অপরদিকে নিখোঁজ একজনকে খোঁজ করছেন পরিবারের স্বজনরা।
এদিকে হোটেল জাবীর ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনায় শোক র্যালি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি যশোর।
তাদের সমন্বয়ক রাশেদ খান বলেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তারা এ ঘটনা সমর্থন করেন না।