অটোরিকশা চাপায় স্কুল ছাত্রী এবং লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
Published : 22 Jan 2025, 09:24 PM
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার হরিপুর এলাকায় অটোরিকশা চাপায় স্কুল ছাত্রী এবং বিকালে মেঘনা গোমতী সেতুর উপর লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানান দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ।
নিহতরা হলেন- উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাকিলা আক্তার (১০), উপজেলার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে আরিফ উদ্দিন (১৮) এবং সবজিকান্দি চৌধুরী বাড়ির শহিদ উল্লাহর ছেলে ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)।
ওসি আবু ওবায়েদ জানান, সকালে উপজেলার হরিপুর এলাকায় স্কুলে যাওয়ার পথে একটি অটোরিকশা শাকিলাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শাকিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
শাকিলার মাথা ও মুখমণ্ডলসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাবিলা উদ্দিন।
এদিকে বিকালে আরিফ ও সৈকত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মেঘনা-গোমতী সেতুর উপর ঢাকাগামী একটি লড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।
খবর পেয়ে দুইজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি আবু ওবায়েদ।