মঙ্গলবার বিকাল থেকে টানা সেখানে অবস্থান করছেন তারা।
Published : 13 Feb 2025, 12:31 AM
নরসিংদীতে জেলা প্রশাসকের কার্যালয়ে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকাল থেকে টানা সেখানে অবস্থান করছেন তারা। বুধবারও সারাদিন তাদের সেখানে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।
মঙ্গলবার প্রায় চার ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
তারা জানান, নিজস্ব ক্যাম্পাস করাসহ নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেওয়ার দাবিতে দীর্ঘ সাত মাস ধরে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ, মহাসড়ক অবরোধ কর্মসূচি করছেন শিক্ষার্থীরা।
নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট
তাদের এ ন্যায় সংগত দাবি না মেনে সোমবার এক সপ্তাহের মধ্যে কলেজটির শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
নরসিংদীতে কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়ার এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
টাঙ্গাইলে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নিয়ে পরিচালনা, অস্থায়ী ক্যাম্পাসে নতুন সেশনে ভর্তি কার্যক্রম চালু রাখা, নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করা, শিক্ষক নিয়োগসহ প্রয়োজনীয় দাবি পূরণ না হলে আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।