এ সময় অস্ত্রের সঙ্গে একটি গুলিও পাওয়া যায়।
Published : 11 Sep 2024, 06:36 PM
নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রের সঙ্গে একটি গুলিও ছিল।
চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস জানান, মঙ্গলবার অস্ত্র উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের মিছাববাড়ি সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও একটি গুলি উদ্ধার করা হয়।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর চাটখির থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে নেয় দুষ্কৃতকারীরা। চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র এখনো উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে।