মিজানের মরদেহ ঘর থেকে টেনে শাহাদাত বাড়ির পাশের পুকুরে নিয়ে যাওয়ার সময় এক নারী তা দেখে ফেলেন।
Published : 15 Sep 2024, 04:21 PM
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় এক রাজমিস্ত্রির হাতুড়ির আঘাতে আরেক রাজমিস্ত্রি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আঘাতকারী রাজমিস্ত্রিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
রোববার ভোর ৫টার দিকে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে উপজেলার পূর্ব শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বলে জানিয়েছেন টংগিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম।
নিহত রাজমিস্ত্রি মো. মিজানের (২৫) বাড়ি ঠাকুরগাঁওয়ে। আর আটক হওয়া রাজমিস্ত্রি শাহাদাত হোসেনের (১৯) বাড়ি গাজীপুরে।
তারা দুজন পূর্ব শিমুলিয়া গ্রামের আবুল মুন্সীর বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। সেখানেই থাকতেন।
কাঁঠাদিয়া-শিমুলিয়া ইউপির স্থানীয় সদস্য মো. শাহিন জানান, ঠিকাদারের কাছে পাওনা টাকা নিয়ে দুই নির্মাণ শ্রমিকের মধ্যে কথা কাটাকাটির জেরেই এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ভোরের কোনো এক সময় মাথায় শাহাদাতের হাতুড়ির আঘাতে মিজান ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ ঘর থেকে টেনে শাহাদাত বাড়ির পাশের পুকুরে নিয়ে যাওয়ার সময় এক নারী তা দেখে ফেলেন।
তখন ওই নারী আশপাশের লোকজনকে জানালে তারা এসে শাহাদাতকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি মহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। আটক শাহাদাত পুলিশ হেফাজতে রয়েছে, তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।