“মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে অর্ধশত বাস পোড়ানো হয়েছে।”
Published : 27 Jul 2024, 03:18 PM
পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় দোসর রাজাকার আল বদর জামায়াত-শিবিররা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, “আজকে তাণ্ডব দেখেই মুক্তিযুদ্ধের সেই কথাই মনে পড়েছে।”
শনিবার দুপুরে কোটা আন্দোলনের সহিংসতার মাদারীপুরে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শনকালে তিনি এসব বলেন।
মন্ত্রী বলেন, “মাদারীপুরে শাজাহান খানের পেট্রোল পাম্পে অর্ধশত বাস যেভাবে পোড়ানো হয়েছে। এটি কখনোই স্বাভাবিক মানুষ এভাবে পোড়াতে পারে না।”
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “এটা একটি প্রতিহিংসার চিহ্ন, এতে কোনো সন্দেহ নেই।”
তিনি বলেন, “২০১৩-১৪ সালে শাজাহান খান জীবনের ঝুঁকি নিয়ে আগুন সন্ত্রাস বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়ে ছিলেন। তার নেতৃত্বে আজকে এই শ্রমিক সমাজ, কর্মজীবী, পেশাজীবী, মুক্তিযুদ্ধাসহ সাধারণ মানুষের যেভাবে রুখে দাঁড়িয়েছিল।”
মন্ত্রী বলেন, “তারই প্রতিশোধ নিয়েছে তা, যে কোনো লোক দেখলেই বুঝবে। তার এই প্রতিশোধ কারা নিয়েছে তাদের অবশ্যই তদন্ত সাপেক্ষে খুঁজে বের করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে।”
এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ও মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান আসিবুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বাশার, শ্রম বিষয়ক সম্পাদক খাইরুল হাসান নিটুল, মাদারীপুর চেম্বার্স অফ কমার্সের সভাপতি হাফিজুর রহমান খান সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।