ভোরে কক্ষের ভেতর আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে যান।
Published : 20 Apr 2025, 03:57 PM
সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক আছেন।
রোববার ভোরে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় কালাম মাদবরের ভাড়া দেওয়া বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই ওমর ফারুক জানান।
নিহত রোকসানা আক্তার রূপা ওরফে নূরানী (২৫) শেরপুর জেলার নলিতাবাড়ি থানাধীন অলসপাড় এলাকার আব্দুর রশিদের মেয়ে।
স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগ (২৮) বগুড়া জেলার সোনাতলা থানাধীন নতুন বন্দর এলাকার আনোয়ারুল খন্দকারের ছেলে।
ঘটনার পর থেকে সোহাগকে পাওয়া যাচ্ছে না।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। ভোরে কক্ষের ভেতর আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তখন কক্ষে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন তারা।
পরে লোকজন আগুন নিভিয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার এসআই ওমর ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। লাশটি খাটে কম্বলে পেঁচিয়ে আগুন দেওয়ায় শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। সোহাগকে গ্রেপ্তার করার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা কামাল হোসেন।