Published : 22 Jun 2024, 11:46 AM
নেত্রকোণার মোহনগঞ্জে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় দুই অটোরিকশা চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যার দিকে মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকায় অটোরিকশা স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।
তিনি বলেন, মোহনগঞ্জ থেকে অটোরিকশায় যাত্রীরা সরাসরি নেত্রকোণা ও ময়মনসিংহে যাতায়াত করেন। সাধারণ সময়ে অটোরিকশার ভাড়া নেত্রকোণায় ১০০ টাকা এবং ময়মনসিংহ পর্যন্ত ২০০ টাকা।
কিন্তু শুক্রবার যাত্রী বেশি থাকায় অটোচালকরা নেত্রকোণা পর্যন্ত আড়াইশ এবং ময়মনসিংহের যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা করে নিচ্ছিল।
ইউএনও বলেন, “খবর পেয়ে অভিযান চালাই। অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পেয়ে দুই চালককে মোট আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে অন্য চালকদের সতর্ক করা হয়েছে।”
অটোরিকশার যাত্রী এনামুল হক বলেন, “আগে আমরা ১০০ টাকায় নেত্রকোণা আর ২০০ টাকায় ময়মনসিংহ যেতাম। ঈদের কয়েকদিন আগে থেকেই চালকেরা একজোট হয়ে ভাড়া দ্বিগুণের বেশি বাড়িয়ে দিয়েছেন। আমরা সাধারণ যাত্রীরা তাদের হাতে জিম্মি। এ বিষয়ে প্রশাসনের নিয়মিত তদারকি দরকার।”
অভিযান পরিচালনার সময় উপস্থিত থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, “এ বিষয়ে আমরা নিয়মিত খোঁজ-খবর রাখবো। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।”