“ঢাকা-রংপুর মহাসড়কে লেন পরিবর্তন করার সময় মোটরসাইকেল থেকে দুজনেই ছিটকে পড়ে গুরুতর হন।”
Published : 06 Sep 2024, 04:31 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক ও তার শ্বশুরের প্রাণ গেছে।
শুক্রবার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, উপজেলার বকচর এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে আগের রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও তার মেয়ের জামাই একই উপজেলার কোমরপুর গ্রামের শহীদুল মণ্ডলের ছেলে শামীম মণ্ডল (২৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শরিফুল বলেন, “জাহিদুল ও শামীম একই মোটরসাইকেলে করে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কে লেন পরিবর্তন করার সময় মোটরসাইকেল থেকে দুজনেই ছিটকে পড়ে গুরুতর হন।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।”
নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।