মঙ্গলবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
Published : 10 Dec 2024, 09:37 AM
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া এবং রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম জানান।
ঘাট কর্তৃপক্ষ জানায়, সোমবার গভীর রাত ৩টা থেকে কুয়াশার কারণে এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে সকাল ৬টায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
মাঝ নদীতে কয়েকটি ছোট-বড় ফেরি আটকে আছে। ১৭টি ফেরি থাকলেও সোমবার ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।