বাগেরহাটে অনুমোদনহীন আইসক্রিম তৈরির কারাখানাকে জরিমানা

৪০ হাজার টাকা জরিমানা আদায় এবং মালামাল ধ্বংস করে ওই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2023, 12:48 PM
Updated : 19 June 2023, 12:48 PM

বিএসটিআই এর অনুমোদন না থাকায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি আইসক্রিম তৈরির কারখানাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে উপজেলার শ্যামবাগাত এলাকার ‘নিউ ভিভো’ আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ওই কারখানা বন্ধ করে দেওয়া হয় বলে অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান।

তিনি বলেন, “বিএসটিআই এর অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরি করে বাজারজাত করে আসছিল ‘নিউ ভিভো’। খবর পেয়ে সেখানে আমরা অভিযানে যাই। তারা যেভাবে আইসক্রিম তৈরি করছিল, তা জনস্বাস্থ্যের জন্য মারত্মক ক্ষতিকর।”

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ওই কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করে আইসক্রিম ও মালামাল ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে বলে জানান অধিদপ্তরের এই কর্মকর্তা।