বহিষ্কারের আগে গত ২৬ জুন কুমিল্লার ১২ বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
Published : 01 Jul 2023, 06:57 PM
দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় দুই মেয়র পদপ্রার্থী ও ১০ কাউন্সিলর পদপ্রার্থীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।
গত বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা আলাদা চিঠিতে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয় বলে শনিবার জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহজাহান মোল্লা এবং পৌর বিএনপির সদস্য মো. শরিফুল ইসলাম ওরফে সুমন।
যে ১০ কাউন্সিলর পদপ্রার্থী বহিষ্কৃত হয়েছেন তারা হলেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহসিন সরকার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবদুল আলীম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুর রহিম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি এ আর আহমেদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম সরকার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সদস্য বশির আহমেদ সরকার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মজিবুর রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদ মিয়া।
বর্তমান সরকারের অধীনে সব ধরনের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় এই সিদ্ধান্ত অমান্য করে দেশের বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোয় যারাই প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এরই অংশ হিসেবে দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে।
অবশ্য বহিষ্কারের চিঠি দেওয়ার আগে গত ২৬ জুন আলাদা চিঠিতে কুমিল্লার এই ১২ বিএনপি নেতাকে ২৪ ঘণ্টা সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে এরা কেউই তার জবাব দেননি বলে বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছে।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারে চিঠিতে বলা হয়েছে, “দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনাকে এভাবে অবজ্ঞা ও ঔদ্ধত্যের জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য আপনাকে বহিষ্কার করা হলো।”
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত নেতা মো. শাহজাহান মোল্লা বলেন, “২৪ ঘণ্টা সময় দিয়ে আমাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশ হাতে আসার আগেই জানতে পারলাম যে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার হয়েছি।”
দীর্ঘ ২২ বছর পর দেবিদ্বার পৌরসভায় নির্বাচন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধে প্রার্থী হয়েছি। দল থেকে আমাকে বহিষ্কার করলেও মনকে তো আর বহিষ্কার করতে পারবে না। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে আমরণ এই দলের সঙ্গে আমার সম্পর্ক থাকবে।”
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করায় এসব নেতাদের বহিষ্কার করা হয়েছে।
কারণ দর্শানোর চিঠি যথাসময়ে হোয়াটসঅ্যাপে ও বাসায় লোক পাঠিয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলেও দাবি করেন এই নেতা।
২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভার যাত্রা শুরু হয়। কিন্তু সীমানা নিয়ে আইনি জটিলতা থাকায় প্রায় ২২ বছর কোনো নির্বাচন হয়নি। এবারই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত ৩১ মে পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে মেয়র পদে ৮, সাধারণ কাউন্সিলর পদে ৬৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৭ জুলাই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ভোটার রয়েছে প্রায় ৪৪ হাজার।
আরো পড়ুন:
ভোটের আগের দিন বরিশালে বিএনপি নেতাকে বহিষ্কার
সিলেটে ভোটে থাকা ৪৩ বিএনপি নেতাকে বহিষ্কার
‘বিশ্বাসঘাতক’ রুপনসহ বরিশাল বিএনপির ১৯ নেতা বহিষ্কার