এর আগে দুবার মেয়রের দায়িত্ব পালন করা জলিল খন্দকারকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে আসায় দল থেকে বহিষ্কার করা হয়।
Published : 22 Jun 2023, 12:29 AM
বগুড়ার তালোড়া পৌরসভায় মেয়র পদে জয় পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত আব্দুল জলিল খন্দকার।
বুধবার বিকালে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও তালোড়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান ফলাফল ঘোষণা করেন।
আব্দুল জলিল খন্দকার ৬ হাজার ৯২৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আমিরুল ইসলাম বকুল পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। বিকালে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে ফলাফল গণনা হয়। সেখান থেকে ফলাফল ঘোষণা হয়।
রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, এবারের তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতীক পেয়েছিলেন ৬ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল জলিল খন্দকার জগ প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
বাকিদের মধ্যে জাতীয় পার্টির উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৪৯২টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের তালোড়া পৌর শাখার সহসভাপতি কামরুল ইসলাম হাতপাখা প্রতীকে ১৩৯ ভোট, তালোড়া পৌর বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আবু হোসেন সরকার আবুল নারিকেল গাছ প্রতীকে ১ হাজার ৫৬৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আউলিয়া খন্দকার ইস্ত্রি প্রতীকে ১৮৩ ভোট পান।
তালোড়া পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ৭৬ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৭১ এবং পুরুষ ভোটার ৮ হাজার ৫ জন। নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ৭৬ দশমিক ২৬ শতাংশ।
বিজয়ী আব্দুল জলিল খন্দকার তালোড়া পৌর বিএনপির সভাপতি ছিলেন। তিনি এর আগে দুবার তালোড়া পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালন করেছেন। গত ১৩ জুন দলীয় সিদ্ধান্ত অমান্য করে তালোড়া পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
একই সঙ্গে এই নির্বাচনে অংশ নেওয়ায় তালোড়ার আরও ১১ প্রার্থীকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করে বিএনপি কেন্দ্রীয় কমিটি।