ঝালকাঠির কাঁঠালিয়ায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; উত্ত্যক্তের কারণে যে আত্মহত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।
কাঁঠালিয়া উপজেলা সদরের উত্তর আউরা গ্রামে বুধবার সন্ধ্যায় অষ্টম শ্রেণির এই মেয়ের (১৩) লাশ উদ্ধার করা হয়।
এই কিশোরী কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মেয়েটির মা সাংবাদিকদের বলেন, তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে একই গ্রামের এক ‘বখাটে’ যুবক প্রায়ই উত্ত্যক্ত করত। বুধবার বিকালে মেয়েকে বাড়িতে একা ঘরে রেখে তার মা বাবার বাড়ি বড় কাঁঠালিয়া যান।
সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের বারান্দায় ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে ঝুলতে দেখেন বলে তিনি জানান।
উত্ত্যেক্তের কারণে ক্ষোভ থেকে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
কাঁঠালিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “মেয়েটি শান্ত স্বভাবের ছিল। পড়াশোনায়ও ভালো ছিল। তবে উত্ত্যক্তের বিষয়টি আমাদের জানা নেই।”