ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায় বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক।
Published : 31 Oct 2023, 04:00 PM
এবার গাজীপুরের কালিয়াকৈরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে আন্দোলনরত তৈরি পোশাক শ্রমিকদের বিরুদ্ধে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সফিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান।
তিনি বলেন, “বিক্ষুব্ধ শ্রমিকরা ওই ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।”
এর আগে চন্দ্রা এলাকার আরেকটি ট্রাফিক পুলিশ বক্স এবং সফিপুর এলাকায় বেসরকারি তানহা হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠে শ্রমিকদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সফিপুর, মৌচাক ও চন্দ্রা এলাকার আশপাশের শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে টানা নবম দিনের মত বিক্ষোভ করছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাত বলেন, উপজেলার পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, সফিপুর, মৌচাক এই চার জায়গায় খারাপ অবস্থা ছিল। তবে আমরা নিয়ন্ত্রণে আনছি।
“এসব এলাকার সকাল থেকে দুপুর পর্যন্ত আলিফ গার্মেন্টস, লিরিক গার্মেন্টস, রুমু ফ্যাশন, তানহা গার্মেন্টস, কোকাকোলা কারখানা, হুইল টেক্সটাইল, নিতেশিয়া, মালেক স্পিনিং, লিজ ফ্যাশন, লিরা ফ্যাশনে আগুন এবং শাহাজালাল ব্যাংক, লিভার টিস্যুর গ্লাস ভাঙচুর ও পল্লী বিদ্যুতের দোকানপাট ভাঙচুর করা হয়।”
শ্রমিকরা আরও অনেক জায়গায় ভাঙচুর ও আগুন দিয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়নি বলে জানান ইউএনও।
গাজীপুরের বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, “শ্রমিকরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মিছিল করছেন। আজকে অধিকাংশ কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের সংখ্যা কিছুটা কম। তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।”
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পোশাক শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ভাঙচুর না করে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন:
কালিয়াকৈরে পুলিশ ফাঁড়িতে পোশাক শ্রমিকদের হামলা, মহাসড়ক অবরোধ