“আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”
Published : 27 Sep 2024, 09:44 PM
টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।
এতে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
জেলায় বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে।
এর আগে মঙ্গলবার ও বুধবারও হালকা বৃষ্টিপাত হয়েছে। ফলে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শুনিল কুমার রায় জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৭২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টা ও সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এর আগে বেলা ১২টায় ৩৫ সেন্টিমিটার এবং সকাল ৯টা ও ৬টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয় বলে জানান তিনি।
নির্বাহী প্রকৌশলী বলেন, “আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারি বৃষ্টিপাতের (৮৯ মিলিমিটার) সম্ভাবনা রয়েছে। তবে পরের দুইদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।
“এর প্রেক্ষিতে তিস্তা ও ধরলা নদীর পানি ২৪ ঘণ্টা পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী একদিন পর্যন্ত তা স্থিতিশীল এবং এর পরদিন থেকে তা হ্রাস পেতে পারে।”