“তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।”
Published : 21 Apr 2025, 09:57 AM
সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলায় ‘বনদস্যু করিম শরীফ বাহিনীর’ দুই সদস্যকে আটকের খবর জানিয়েছে কোস্টগার্ড। এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
এছাড়া বনদস্যুদের হাতে মুক্তিপণের দাবিতে অপহৃত দুই জেলেকেও উদ্ধার করেছে কোস্টগার্ড।
দাকোপ উপজেলার কামারখোলা ও নলিয়ান ঠাকুরবাড়ি এলাকায় রোববার সকাল থেকে রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আবরার হাসান জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. শাহজাহান মোল্লা (৪৮) ও সুমন হাওলাদার (৩০)। তাদের খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
আর উদ্ধার জেলেরা হলেন-আজিজুল শেখ ও আলম গাজী।
লেফট্যানেন্ট কমান্ডার আবরার বলেন, “গোপন সংবাদে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে শাহজাহান মোল্লা ও সুমন হাওলাদারকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
“তারা সুন্দরবনের বনদস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে তাদের দেওয়া তথ্যে গত ৮ এপ্রিল মুক্তিপণের দাবিতে অপহৃত দুই জেলেকে উদ্ধার করা হয়।”
এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে বলে জানান আববার।