পুলিশের ধারণা, পূর্বের কোনো শত্রুতা থেকে এ হত্যাকাণ্ড হতে পারে।
Published : 11 Jun 2024, 08:21 PM
নওগাঁ সদর উপজেলায় নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার বিলভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নওগাঁ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান।
নিহত নাজিম উদ্দিন ফকির (৬১) ওই গ্রামের মৃত কছিম উদ্দিন ফকিরের ছেলে। তিনি ওই এলাকার গ্রাম্য মাতব্বর ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি জাহিদুল বলেন, নাজিম রাত ১১টার দিকে বিলভবানীপুর শুকুর উদ্দিনের মোড় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পরে বাড়ির সামনে এলে অজ্ঞাত কয়েকজন লোক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
“পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ”
ওসি বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সাইদুর ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
পূর্বের কোনো শত্রুতা থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তার।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।