২০১৯ সালের ৬ জুলাই রাতে আবদুস সোবাহানকে মোবাইল ফোনে আসামিরা ডেকে নিয়ে হত্যা করে।
Published : 23 Apr 2025, 08:52 PM
নেত্রকোণা সদর উপজেলায় এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিকালে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদ হোসেন (৫২) এবং যাবজ্জীবনপ্রাপ্ত আবুল হাসেম ওরফে আবুনি উপজেলার উত্তর বিলচুলঙ্গী (চন্দাপতিখিলা) গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০১৯ সালের ৬ জুলাই রাত ১১টার দিকে আবদুস সোবাহানকে (৫০) মোবাইল ফোনে আসামিরা ডেকে নেন। ওই রাতেই গ্রামের সামনে একটি ক্ষেতে তাকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়।
পরদিন দুপুরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা সোবাহানের ব্যবহৃত গামছা সেখানে পড়ে থাকতে দেখে। পরে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে পুলিশ।
দুদিন পর নিহতের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন।
আইনজীবী আবুল হাসেম বলেন, বিচারক আসামিদের সাজার পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. মজিবুর রহমান খান তালুকদার।