এ জেলায় আট হাজার মসজিদে ঈদের জামাত হবে।
Published : 28 Mar 2025, 02:12 PM
বরিশালের নগরের বান্দরোড হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন সকাল ৮টায় এ জামাত শুরু হবে বলে জানিয়েছেন ইসলামি ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম।
এ ছাড়া একই সময় নগরের আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
দুটি করে জামাত হবে নগরের সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে।
বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব ও মাওলানা আব্দুল কাদের জানান, সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়।
নগরের গির্জামহল্লার জামে কসাই মসজিদের খতিব মাওলানা কাজী আব্দুল মান্নান বলেন, সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত হবে।
এ ছাড়া নগরের চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
কৃষিবিদ নুরুল ইসলাম বলেন, “জেলায় মোট আট হাজার ৭৩৪টি মসজিদ রয়েছে। এর মধ্যে আট হাজার মসজিদেই ঈদের জামাত হবে। তবে এ জন্য আমাদের থেকে কোনও নির্দেশনা বা বাধ্যবাধকতা নেই।”
বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান বলেন, ঈদের নামাজ আদায়ের জন্য কোনও সময় বেঁধে দেওয়া হয়নি। তবে সাড়ে ৯টার মধ্যে সব জামাত শেষ করতে হবে।