নির্বাচনে ১১টি পদের সবকটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা।
Published : 14 Feb 2025, 08:05 PM
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের সবকটিকে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। তবে ভোটে অংশ নেননি আওয়ামী লীগপন্থি আইনজীবীদের কেউ।
বৃহস্পতিবার দিনভর ভোট শেষে শুক্রবার সকালে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মোখলেচুর রহমান বাচ্চু।
সভাপতি পদে এস এম সাদিকুর রহমান লিংকন ৩২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মুজিবুর রহমান নান্টু পেয়েছেন ২৪৩ ভোট এবং অপর প্রার্থী মো. আলী হায়দার বাবুল পেয়েছেন ৭৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মির্জা মো. রিয়াজ হোসেন ৩৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মো. সালাউদ্দিন (মাসুম) ১৬২ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আজাদ হোসাইন ১২৫ ভোট পেয়েছেন।
অর্থ সম্পাদক পদে মো. আব্দুল মালেক ৪৬৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফরিদ উদ্দিন পেয়েছেনে ১৭৭ ভোট।
যুগ্ম সম্পাদকের দুটি পদে বিউটি সুলতান পেয়েছে ৪৬১ এবং আবদুর রহমান চোকদার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী মো. রুহুল আমীন (খায়ের) ২০২ এবং মো. মনির হোসেন ১৮০ ভোট পেয়েছেন।
নির্বাহী সদস্য পদে কাজী মাহমুদা সর্বোচ্চ ৫৭০, আবুল খায়ের রতন ৫১০, মো. আজাদ ৫০১ এবং মো. মতিউর রহমান সেন্টু ৪৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এ ছাড়া সহসভাপতি দুটি পদে বিএনপিপন্থি আইনজীবী অসীম কুমার বাড়ৈ এবং মো. তরিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
তবে নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ ও বাম জোটের আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা ও ভোটাধিকার প্রয়োগ করেননি।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মোখলেচুর রহমান বাচ্চু বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। সমিতিতে এক হাজার ২১ ভোটারের মধ্যে ৬৫৬ জন ভোট দিয়েছেন।
বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা সবগুলো পদে জয় পেয়েছেন।