“প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে, যৌক্তিক সমাধান করার।”
Published : 03 Feb 2025, 09:40 AM
প্রশাসনের আশ্বাসে প্রায় ১৯ ঘণ্টা পর অনশন স্থগিত করেছেন পোষ্য কোটা বাতিলের দাবিতে আমৃত্যু অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান।
অনশন স্থগিত করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসন আমাদের সঙ্গে নীতিগত জায়গায় একমত হয়েছে।
“সোমবার বেলা ৩টায় সব পক্ষের সঙ্গে বসে প্রশাসন সিদ্ধান্ত নেবে। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে, যৌক্তিক সমাধান করার।”
এর আগে রোববার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৮ শিক্ষার্থী আমৃত্যু অনশন শুরু করেন। পরে বিভিন্ন বিভাগ ও সংগঠন থেকে আরও ৬ জন ওই কর্মসূচিতে যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “আমরা নীতিগত জায়গায় শিক্ষার্থীদের সঙ্গে একমত। আশা করছি, বিকাল ৩টায় সভায় এই বিষয়ের সমাধান হবে। এতে শিক্ষার্থীরাও খুশি হবেন বলে আশা করি।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমৃত্যু অনশন