আন্তর্জাতিক পরিমণ্ডলে ইএমই কোরের প্রশংসা করে কোরের সদস্যদের অভিনন্দন জানান সেনা প্রধান।
Published : 23 Feb 2025, 05:32 PM
আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স-ইএমই কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববর ১১টায় নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যাড স্কুলের মেকানিক্যাল সেন্টারে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইএমই কোরের প্রশংসা করে কোরের সদস্যদের অভিনন্দন জানান সেনা প্রধান।
পরে সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং ইএমই কোরের অধিনায়কদের সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
এর আগে সেনাপ্রধান ইএমই সেন্টারে পৌঁছালে আর্মি ট্রেনিং অ্যন্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, ইএমই কোরের নবনিযুক্ত কমান্ড্যান্ট মেজর জেনারেল এস এম জিয়াউল আজিম, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান তাকে স্বাগত জানান।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।