এ ঘট্নায় আহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক।
Published : 06 Jun 2024, 11:33 PM
সাভার পৌর এলাকার রাজাসন ঈদগাহ মাঠের পাশে একটি নির্মাণাধীন ভবনের ছাদের ইটের রেলিং ভেঙে পাশের টিনশেড ঘরে পড়ে শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নার্গিস বেগম নামে এক প্রত্যক্ষদর্শী নারী জানান।
দুই বছর বয়সি নিহত শিশু মুস্তাকিম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পত্নীতলা এলাকার সুমন মিয়ার ছেলে।
এ ঘটনায় মো. মুস্তাকিম নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক।
মুস্তাকিমের বাবা সুমন মিয়া সাভারের রাজাশন ঈদগাহ মাঠের পাশে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
আহত নির্মাণ শ্রমিক সিদ্দিক (২৮) পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী নার্গিস জানান, বিয়ের ১৩ বছর পর সুমন-মাকসুদা দম্পতির সন্তান হয়।
মাকসুদা বেগম সাভারে ভিশন গার্মেন্টসে আর সুমন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করেন।
মাকসুদা প্রতিদিন কাজে যাওয়ার আগে শিশু মুস্তাকিমকে পাশের বাড়ির জয়নব বিবি (৭০) নামে এক বৃদ্ধার বাসায় রেখে যান।
নার্গিস আরও জানান, দুপুরে ওই বৃদ্ধার টিনশেডের বাসার ভেতরে খেলছিল শিশুটি। জয়নব বিবি পাশেই ছিলেন। হঠাৎ পাশের গিয়াস উদ্দিনের নির্মাণাধীন পঞ্চম তলা ভবনের উপর থেকে নির্মাণ শ্রমিকসহ দেয়াল ধসে বৃদ্ধার টিনশেড ঘরের উপর পড়ে। এতে শিশুটিসহ ওই নির্মাণ শ্রমিক আহত হন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিহত শিশুর মা মাকসুদা বেগম বলেন, “আমরা স্বামী-স্ত্রী পোশাক শ্রমিকের কাজ করি। প্রতিদিনের মত সকালে আমার একমাত্র ছেলেকে প্রতিবেশীর ঘরে রেখে কর্মস্থলে যাই। কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফিরে আবার ছেলেকে নিয়ে আসি।
তিনি আরও বলেন, “আজ দুপুরের দিকে জানতে পারি, পাশের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে এক নির্মাণ শ্রমিকসহ টিনের ঘরের চালে পড়ে। এতে আমার শিশুসহ ওই নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। পরে আমি ঘটনাস্থলে এসে আমার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক জানান, আমার ছেলে আর বেঁচে নেই।”