এ সময় হ্যান্ডমাইকে ‘জয় বাংলা’ গান বাজিয়ে কিছু মানুষকে উল্লাস করতে দেখা যায়।
Published : 06 Feb 2025, 10:07 AM
ভোলায় আওয়ামী লীগের প্রবীন নেতা ও সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমদের বাসভবন ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে।
বিক্ষুব্ধ জনতা বুধবার রাত ১টার দিকে শহরের গাজীপুর রোডের ‘প্রিয় কুটির’ নামের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় হ্যান্ডমাইকে ‘জয় বাংলা’ গান বাজিয়ে কিছু মানুষকে উল্লাস করতে দেখা যায়। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাচতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই থেকে তিনশ মানুষ ভাঙচুরে অংশ নেয়। এ সময় তারা বাসার ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে সড়কে এনে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বাসায় দোতলা ও নীচতলায় আগুন দেওয়া হয়।
রাত ৩টা পর্যন্ত বাসার ভেতরে ও বাইরে আগুন জ্বলতে দেখা গেছে।