“শরীফ জানিয়েছেন, তারা নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে বেশ কয়েকজন এসেছেন চুরি করতে।”
Published : 19 Oct 2024, 07:55 PM
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে চুরি যাওয়া ১৬টি মোবাইলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. শরীফ নারায়ণগঞ্জ সদর উপজেলার বাড়িপাড়া এলাকার বাসিন্দা।
শনিবার দুপুরে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এ বছর লালন মেলার মাঠ থেকে বেশ কিছু মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ পাওয়া যায়।
র্যাব প্রযুক্তি ব্যবহার করে শহরের মজমপুর গেইট এলাকা থেকে শরিফকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ১৬টি মোবাইল উদ্ধার করা হয়।
ইলিয়াস খান বলেন, “শরীফ জানিয়েছেন, তারা নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে বেশ কয়েকজন এসেছেন চুরি করতে।”
শরীফের বিরুদ্ধে মামলা দিয়ে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।