তিতাসের এক প্রকৌশলী জানান, অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে ওই দুই এলাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
Published : 03 Jun 2024, 07:58 PM
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর ও আবদুল্লাহপুরের প্রায় ৬ কিলোমিটার এলাকারজুড়ে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ জানান।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ জেলার সহকারী কমিশনার আবদুল্লাহ আল ফারুক।
প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ বলেন, “অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে ওই দুই এলাকার বিভিন্ন স্পষ্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।”
তিনি জানান, এ ছাড়া স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো কমিটি করে অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিযানে ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলম, গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) আক্তার উজ জামান, ভবেরচর ইউপির সচিব মোকাররম হোসেন, প্যানেল চেয়ারম্যান ছাদত আলী, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন প্রধান, নারী ইউপি সদস্য মরিয়ম।