সাগর চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
Published : 23 Aug 2024, 10:26 PM
বন্যাকবলিত ফেনীতে উদ্ধার কাজ করতে গিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের এক যুবক মারা গেছেন।
নিহত সাইফুল ইসলাম সাগর রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর শ্যামপুর এলাকার আলীম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্লাহর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস হোসেন বলেন, সাগর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি স্বেচ্ছাসেবক দলের সঙ্গে ফেনীতে কাজ করতে যান। সন্ধ্যায় সাগর পানিতে ডুবে মারা যান। তিনি সাঁতার জানতেন না। পরে তার সঙ্গে থাকা অন্যরা পরিবারকে বিষয়টি জানায়। তার মরদেহ এখনও ফেনীতে রয়েছে।
তবে ফেনীর কোন জায়গায় সাগর মারা গেছেন সেটি জানেন না বলে জানান ইউনুস।
তিনি জানান, সাগর চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবার জানায়, সাগর কয়েকদিন চট্টগ্রাম থেকে ফেনীতে আসেন। বন্যার মধ্যে তিনি বন্ধুদের সঙ্গে কাজ করতে ফেনীতে গিয়েছিলেন।
কয়েকদিনের প্রবল বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, লক্ষ্মীপুরসহ ১২টি জেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে প্রশাসন।