Published : 01 May 2025, 05:26 PM
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সরকারিভাবে এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।
সরকারিভাবে এবার দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’। এ উপলক্ষে বিভিন্ন জেলা ও উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা এবং শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ :
দিবসটি উপলক্ষে সকালে নওগাঁ জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।
জেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিনের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মুমিন, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ, নওগাঁ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিচালক আশিকুর রহমানসহ শ্রমিক নেতারা বক্তব্য দেন।
এদিকে দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের জেলা সভাপতি এ এম জিল্লুর রহমান। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের পরিচালনায় এতে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক সভাপতি নাজমুল হক সনি, সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন, এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান তুহিন বক্তব্য দেন।
এ ছাড়া সংযুক্ত শ্রমিক ফেডারেশন, নওগাঁ একুশে পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালন করে।
লালমনিরহাট:
লালমনিরহাটে দিবসটি উপলক্ষে সকালে শহরের মিশন মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। আলোচনা সভায় শ্রমিক আইন, নিরাপদ কর্মপরিবেশ এবং মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে মালিক-শ্রমিক উভয়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা জরুরি। মে দিবসের আদর্শ ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
শরীয়তপুর:
শরীয়তপুরে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, অতিরিক্ত পুলিশ সুপার তানভির হোসেন, সিভিল সার্জন রেহান উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমীন বক্তব্য দেন।
বেনাপোল:
দিবসটি উপলক্ষে যশোরের বেনাপোলে ‘বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলাদা শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর নেতৃত্বে হ্যান্ডেলিং শ্রমিকদের শোভাযাত্রায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজীব হাসান অংশগ্রহণ করেন।
অপরদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোভাযাত্রায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পোর্ট থানা শাখার সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর :
চাঁদপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষে সকালে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, “যত ধরনের সভ্যতা রয়েছে তার প্রধান কারিগর হল শ্রমিক। এ জেলায় অনেকগুলো শ্রমিক সংগঠন রয়েছে। আপনারা যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, তারা কী কখনো নিজের সংগঠনের শ্রমিকদের সুযোগ সুবিধা বা স্বাস্থ্যগত ব্যাপার এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করছেন!
“আপনারা অনেকেই শ্রমিকদের অধিকার আদায় করতেও ব্যর্থ হচ্ছেন। শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের দাবি আদায়ে কাজ করতে হবে। এই জিনিসগুলোর দিকে আমাদের নজর দেওয়া প্রয়োজন।”
জেলা প্রশাসক বলেন, “আজকে শ্রমিক দিবসের পাশাপাশি স্বাস্থ্য ও সেইফটি দিবস। কাজ করতে গেলে যে দুর্ঘটনার কবলে পড়বেন না, তার কোনো নিশ্চয়তা নেই। নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে।
“নিজেদের সুরক্ষার জন্য হলেও প্রতিটা শ্রমিকের জীবন বীমা করা উচিত। নিজেদের অধিকার আদায় করতে হবে। শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান থাকবে আমার সঙ্গে আলোচনা বসার।”
শ্রমিকদের সুযোগ-সুবিধার কথা শুনে, তাদের জন্য কিছু করতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেন মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদ ইকবালের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মো. শাহজাহান মিয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, জামায়াতে ইসলামীর শহর শাখার আমির মো. শাহজাহান খান, জেলা শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসক মেহেদী হাসান এবং জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু বক্তব্য দেন।