রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারশন সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Published : 04 Nov 2024, 05:34 PM
ময়মনসিংহ নগরীতে একটি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে একজন নিহত এবং ছয়জন দগ্ধ হয়েছেন।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারশন সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কোতোয়ালী মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান।
নিহত হিমেল একজন প্রাইভেটকার চালক। তার সম্পর্কে আর কিছু জানাতে পারেনি পুলিশ।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, “একটি লরি থেকে গ্যাস আনলোড করার সময় অগ্নিকাণ্ড ঘটে। পাম্পটির পুরো যন্ত্রাংশের পাশাপাশি তিনটি দোকান, একটি প্রাইভেটকার, তিনটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।”
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।