ভয়ে পুলিশকে না জানিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গ্রামে যাচ্ছিলেন স্বজনরা, বলেন স্থানীয়রা।
Published : 04 Dec 2024, 08:27 PM
কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার খবর এসেছে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নগরীর অশোকতলা রেল গেইট এলাকা এ ঘটনা ঘটে।
নিহত সজিব হোসেন বাবু (২২) জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি অশোকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে পরিচিত নামে এক যুবক সজিবকে তাদের ভাড়া বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে স্থানীয় কয়েকজন যুবক মিলে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে মৃত ভেবে অশোকতলা রেল লাইনের পাশে ফেলে রেখে যায়।
খবর পেয়ে স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর মুন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সজিবের মৃত্যু হয়।
স্থানীয়রা আরও বলেন, ভয়ে পুলিশকে না জানিয়ে সজিবের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছিলেন স্বজনরা।
তখন খবর পেয়ে বেলা ৩টার দিকে পথিমধ্যে লাশটি স্বজনদের কাছ থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
ওসি মহিনুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও সেনা বাহিনী কাজ করছে।”