“দিন বদলের মঞ্চ ২৩ মার্চ আবেদন দিলেও এনসিপি সোমবার একই স্থানে অনুষ্ঠান করবে, তাই সাতমাথায় কাউকে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।”
Published : 14 Apr 2025, 12:38 AM
বগুড়া শহরে পহেলা বৈশাখে অনুষ্ঠান করার জন্য ‘দিন বদলের মঞ্চ’ নামে একটি সংগঠন মঞ্চ তৈরি করতে গেলে বাধা দিয়েছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টায় মঞ্চ তৈরিতে বাধা পেয়ে আয়োজকরা রাত সোয়া ৯টার দিকে পুলিশ সুপারের কাছে যান বিষয়টি নিরসনে।
সংগঠনের নেতারা বলেছেন, পুলিশ সুপার ডিসির কাছ থেকে অনুমতি নিতে বলেছেন।
তারা বলেন, ডিসির কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন তারা। কিন্তু তাদের লিখিত অনুমতি দেননি ডিসি।
অনুমতি না দেওয়ার কারণ জানতে চাইলে ডিসি হোসনা আফরোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিন বদলের মঞ্চ’ ২৩ মার্চ আবেদন দিলেও এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) সোমবার একই স্থানে অনুষ্ঠান করবে। তাই সাতমাথায় অনুষ্ঠান করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। দিন বদলের মঞ্চ অন্য জায়গায় অনুষ্ঠান করুক।”
দেখা গেছে, রোববার সারাদিন বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথায় ‘দিন বদলের মঞ্চ’ এর কর্মীরা পহেলা বৈশাখের অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করছিলেন। কাজ যখন শেষ হওয়ার পথে তখন পুলিশ এসে অনুমতিপত্র দেখতে চায় এবং মঞ্চ তৈরির কাজ বন্ধ রাখতে বলে।
সংগঠনটির সভাপতি সাজেদুর রহমান ঝিলাম সাংবাদিকদের বলেন, “১৯৯৯ সাল থেকে ‘দিন বদলের মঞ্চ’ ১৬ ডিসেম্বর এবং পহেলা বৈশাখের অনুষ্ঠান করে আসছে। ‘কখনও কোনো বাধার সম্মুখীন হইনি। ডিসিকে একটি আবেদন দিয়েছি মাত্র।”
তিনি বলেন, “এবারও ডিসি বরাবর আবেদন দিয়েছি। মৌখিকভাবে তিনি অনুমতি দিয়েছিলেন। তারপর মঞ্চের কাজ শুরু করেছি। কিন্তু পুলিশ এখন বাধা দিচ্ছে। বলছে লিখিত অনুমতি আনুন।
“কোথাকার কোন সংগঠন অভিযোগ দিল আর তাতেই পুলিশ লাফিয়ে উঠল। আমরা অনুষ্ঠান করবোই। ২৫ বছরে কোনো বাধা দেওয়া হয়নি, এখন বাধা মানবো না।”
ঝিলাম বলেন, “পুলিশ সুপারের কাছে আমরা গিয়েছিলাম। তিনি বলেছেন, ডিসি লিখিত অনুমতি দিলে আমরা নিরাপত্তা দিব। কিন্তু ডিসি আমাদের অনুমতি দেননি। আমরা অনুষ্ঠান করবোই।”
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিধি অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে। তারা আবেদন দিলেও অনুমতি পায়নি। এ কারণেই অনুষ্ঠানের মঞ্চ তৈরি করতে বারণ করা হয়েছে।”