বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস শাবিতে

আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিশ্ববিদ্যায়ের কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম জানান।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 04:13 PM
Updated : 11 August 2022, 04:13 PM

সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনার আলোকে সপ্তাহের একদিন অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন ও বিভাগীয় প্রধানদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, “শতকরা ২০ ভাগ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্য চারদিন সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে।”

আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে অধ্যাপক আনোয়ারুল ইসলাম জানান।