আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী ওই নারীর শরীরে কোনো পোশাক ছিল না। দীর্ঘদিন ধরে পানিতে থাকার কারণে লাশটিতে পচন ধরেছে।
Published : 18 Jul 2024, 01:01 AM
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইলিশা নদীর তীর থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের চরঘাগকাটা গ্রামের নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির এসআই ওমর ফারুক।
এসআই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর তীরে লাশটি ভেসে আসার খবর পেয়ে বেলা দুইটার দিকে উদ্ধার করা হয়েছে।
আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী ওই নারীর শরীরে কোনো পোশাক ছিল না। দীর্ঘদিন ধরে পানিতে থাকার কারণে লাশটিতে পচন ধরেছে। শরীরের চামড়া উঠে গেছে। তাই মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধারনা করা সম্ভব হচ্ছে না।
লাশের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষাসহ মৃত্যুর কারণ ও ধর্ষণ হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এসআই ফারুক আরও জানান, পরে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফনের ব্যবস্থা করা হবে।
এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।