সংগঠনের কার্যালয়ের দেয়ালজুড়ে প্রদর্শনীর জন্য স্থান পেয়েছে ৭০টি ছবি।
Published : 01 Mar 2025, 07:32 PM
রাজশাহীতে ফটোসাংবাদিকদের ছবি নিয়ে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এতে স্থান পেয়েছে ৭০টি ছবি।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
সংগঠনের কার্যালয়ের দেয়ালজুড়ে প্রদর্শনীর জন্য স্থান পেয়েছে ছবিগুলো।
দর্শণার্থীরা আসছেন, ঘুরে ঘুরে ছবি দেখছেন। জেনে নিচ্ছেন ছবির পেছনের কথাও। এ প্রদর্শনী অনুপ্রেরণা জোগাচ্ছে ছবির কারিগরদের।
এর আগে শুক্রবার সকালে বেলুন-ফেস্টুন উড়িয়ে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহীর আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইকবাল মতিন।
পরে এক আলোচনা সভায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা সভাপতিত্ব করেন।
এতে আরো ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খান।