ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলোকে উৎসাহিত করা।
Published : 13 Feb 2025, 09:57 PM
সিলেট বিভাগে সেরা স্টার্টআপ বাছাই পর্বের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ স্টার্টআপ সামিট-২০২৫ আয়োজিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আইসিটি বিভাগের উদ্যোগে এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ও সেমিনার অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় সিলেট বিভাগের শীর্ষ আটটি প্রকল্পের প্রতিযোগীরা তাদের স্টার্টআপকে উপস্থাপন করেন।
প্রকল্পগুলো হল- ইনক্লুসিকেয়ার, প্রীতিলতা, অটোমামা, গেম চেঞ্জার, সাইনটক, সিনারবোটিকস, ইলেকট্রিক ও দাঁড়িকমা।
এতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে সাইনটক, ইনক্লুসিকেয়ার ও দাঁড়িকমা প্রকল্প।
প্রথম, দ্বিতীয় এবং ২য় এবং তৃতীয় স্থান অর্জকারী প্রকল্পগুলোকে যথাক্রমে তিন লাখ, দুই লাখ এবং এক লক্ষ টাকা পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কামরুন নাহার সিদ্দীকা বলেন, “আজকে যারা নতুন তরুণ উদ্যোক্তা তারা কীভাবে আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চান। তাদের চিন্তাভাবনাকে আমরা কীভাবে পৃষ্ঠপোষকতা করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
তিনি বলেন, “তরুণরা সাধারণত চাকরির পেছনে ছুটতে চান। চাকরি না পেলে হতাশাগ্রস্ত হয়ে যান। এমতাবস্থায় যখন একজন তরুণকে কোনো উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করা যায় বা তার চিন্তাভাবনাকে নার্সিং করা যায়, তখন সে অনেকের কর্মসংস্থান সৃষ্টি করে সমাজে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে। আমরা তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই। এ জন্য এ ধরনের সামিট-সেমিনার খুবই দরকারি।”
এ সময় সামিটে ‘মাস্টার ক্লাস’ ও ‘ফায়ারসাইড চ্যাট’ নামে দুটি পর্ব অনুষ্ঠিত হয়।
মাস্টার ক্লাস পর্বে ‘স্টার্টআপের মৌলিক বিষয়াবলি সম্পর্কে ব্যবসা গঠন এবং সম্প্রসারণের গুরুত্বপূর্ণ’ শীর্ষক বক্তব্য দেন টেন মিনিট স্কুলের সাবেক সিওও মির্জা সালমান হোসেন বেগ।
ফায়ারসাইড চ্যাট পর্বে ‘দ্যা স্টার্টআপ জার্নি বিষয়ে ‘গ্রাউন্ড আপ থেকে ব্যবসা গঠনের প্রেরণাদায়ক আলাপ’ বিষয়ে বক্তব্য দেন বিডিজবস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর এবং অথল্যাবের প্রতিষ্ঠাতা মো.শাহজাহান জুয়েল।
এ ছাড়া ‘ফ্রম আইডিয়া টু স্কেল বিষয়ে দ্যা স্টার্টআপ জার্নি’ এবং ‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট বিষয়ে নেভিগেটিং দ্যা ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক দুটি প্যানেল অনুষ্ঠিত হয়।
‘ফ্রম আইডিয়া টু স্কেল বিষয়ে দ্যা স্টার্টআপ জার্নি’ প্যানেলে স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদের সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শিখো’র প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী, সক্রিয় টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুবীর মাহমুদ চৌধুরী, ইনভার্স এআইয়ের সহপ্রতিষ্ঠাতা এরশাদুর রহমান তালুকদার, টেকনেক্সের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক এবং স্টাফ এশিয়া লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ফারহাত শফি চৌধুরী।
‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট বিষয়ে নেভিগেটিং দ্যা ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক প্যানেলে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক ইউনিটের সহপ্রতিষ্ঠাতা মো. আলতামিশ নাবিলের সঞ্চালনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিডিজবস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর, অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিওও ও এন্ডুরিং এক্সের প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ এবং শিখো’র প্রতিষ্ঠাতা শাহির চৌধুরী।
ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলোকে উৎসাহিত করা।
সামিটের সিলেট পর্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ক্যারিয়ার ক্লাব’ ক্যাম্পাস পার্টনার হিসেবে এবং স্টার্টআপ সিলেট কমিউনিটি পার্টনার এবং লাইটক্যাসল নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করেছে।