ইউটার্ন নেওয়ার সময় পিকআপ ভ্যানটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
Published : 02 Jun 2024, 10:46 AM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ জানান।
নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপ ভ্যান চালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)।
এ ঘটনায় আহত ব্যক্তির নাম মামুন বলে পুলিশ জানিয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, “পিকআপ ভ্যানটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে জৈনাবাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পিকআপ ভ্যানটি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।”
ওসি শেখ মাহবুব মোর্শেদ বলেন, নিহতদের দুজনই পিকআপ ভ্যানে ছিলেন। তাদের লাশ উদ্ধার করে আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।